ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে কীর্ত্তিপাশা ইউনিয়নের তারপাশা গ্রামের একটি বোরো ধানখেতে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন সদর উপজেলা কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামের মৃত. আফতার আলী মিয়ার ছেলে কৃষক বাচ্চু মিয়া ( ৪৫) ও পাশের কেওড়া ইউনিয়নের নেহালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে রাহাত মোল্লা (১৪)।
কেওড়া ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন টিপু বাকলাই দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছে, বোরো ধানখেতের একটি বিদ্যুতের খুঁটির টানা তার বিদ্যুতায়িত হয়ে যায়। এতে স্পৃষ্ট হয়ে প্রথমে বাচ্চু মিয়া ও পরে রাহাত মোল্লা আহত হন।
গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুইজনের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো. আতিকুর রহমান/এএম/জেআইএম