বান্দরবানে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে শোভাযাত্রা


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ০২ মে ২০১৫

বান্দরবানে বৈশাখী পূর্ণিমা উপলক্ষে বিশ্ব শান্তি কামনার জন্য শহরে মঙ্গল শোভাযাত্রা করেছে বৌদ্ধধর্ম অনুসারীরা। শনিবার সকালে বোমাং সার্কেলের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয় ।

পরে শহরের রাজগুরু বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা ও জল সিঞ্চন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রার্থনা অনুষ্ঠানে বান্দরবানের বোমাং সার্কেল চিফ উ চ প্রু চৌধুরীসহ রাজ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় তারা বিহারের বোধি বৃক্ষে (অশ্বথ বৃক্ষ) চন্দন জল (পবিত্র জল) ঢালেন। অনুষ্ঠানে শত শত বৌদ্ধ অনুসারী বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করে দেশ ও দশের মঙ্গল কামনা করেন।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।