ভুঞাপুরে সেনা সদস্য নিহত


প্রকাশিত: ০৩:১২ পিএম, ২৯ এপ্রিল ২০১৭

টাঙ্গাইলের ভুঞাপুরে প্রাইভেটকার চাপায় সেনাবাহিনীর এক ল্যান্স কর্পোরাল নিহত হয়েছেন। নিহতের নাম মমিনুর রহমান (৩৫)। তিনি বঙ্গবন্দু সেনানিবাসের ৯৮ ব্রিগেডের সেনা সদস্য। বাড়ি মানিকগঞ্জ জেলায়।

শনিবার সন্ধ্যায় বাই সাইকেলযোগে সেনা সদস্য মমিনুর রহমান রাস্তা পারাপারের সময় সেনানিবাস এলাকার গোলচত্বরে এ দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান। নিহতের সুরতহাল রের্কড থানায় সম্পন্ন শেষে সেনানিবাসে হস্তান্তর করা হয়েছে। ঘাতক প্রাইভেট কার ও চালককে আটক করেছে পুলিশ।

আরিফ উর রহমান টগর/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।