নাসিরনগরের এসআই প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মাহিন উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় রোববার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রাম থেকে অলিন মিয়া নামে এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করেন এসআই মাহিন উদ্দিন।
তবে অলিন মিয়া ভালো লোক ও তাকে ফাঁসিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ বিষয়ে স্থানীয়দের দেয়া লিখিত অভিযোগের তদন্তপূর্বক সত্যতা পান সহকারী পুলিশ সুপার (সরাইল-নাসিরনগর সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মো. মাহিন উদ্দিনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি