ঝালকাঠিতে শ্রমিক দলের শোভাযাত্রায় পুলিশের বাধা
ঝালকাঠিতে জাতীয়তাবাদী শ্রমিক দলের মে দিবসের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে শ্রমিক সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করে শ্রমিকদল।
জেলা শ্রমিক দল সভাপতি ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে ফায়ার সার্ভিস মোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে মে দিবসের সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করার চেষ্টা করে নেতৃবৃন্দ। এ সময় পুলিশ তাদের শোভাযাত্রায় বাধা দেয়।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পী, যুব বিষয়ক সম্পাদক রবিউল হোসেন তুহিন, শ্রমিক দল সভাপতি টিপু সুলতান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর জানান, জেলা প্রশাসন, জাতীয় শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালি-সমাবেশ করেছে। কিন্তু আমরা করলে অপরাধ কোথায়।
সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই হালিম তালুকদার জানান, ঝালকাঠির প্রত্যেকটি শ্রমিক সংগঠনই মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে। সেখানে কোনো প্রকার বাধা দেয়া হয়নি। কিন্তু সরকারবিরোধী একটা রাজনৈতিক দল তাদের দলীয় কার্যালয় থেকে পুলিশের অনুমতি ছাড়া মিছিল বের করার চেষ্টা করলে তাদের বাধা দেয়া হয়েছে।
আতিকুর রহমান/আরএআর/জেআইএম