টাঙ্গাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
টাঙ্গাইলে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংষর্ষে ফরহাদ হোসেন ফটিক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন। সদর উপজেলার দরুন এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ হোসেন ফটিক টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী গ্রামের মরহুম তমছের আলী ব্যাপারীর ছেলে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস পাবনায় যাচ্ছিল। এ সময় বাসটি উপজেলার দরুন এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকা মেট্রো-গ-২০-৪৯৪৬ নম্বরের প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের যাত্রী ফরহাদ হোসেন ফটিক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম