এক ব্যক্তিকে নিয়ে পুলিশের তিন রকম তথ্য


প্রকাশিত: ০১:২৬ পিএম, ০২ মে ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের এসআই মিজান বললেন এক শলা গাঁজাসহ সোহাগ মিয়া (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

থানার অপর অফিসার এএসআই মাসুদ বললেন, ২০০ টাকা মূল্যের গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু মাললায় সোহাগকে ৫১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। তবে পুলিশের বক্তব্যের এই গড়মিলের মূল উদ্দেশ্য নিয়ে শঙ্কিত ভুক্তভোগীর পরিবার।

সোমবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ অভিযান চালিয়ে সোহাগ মিয়াকে গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ মিয়াকে সোমবার দুপরে গ্রেফতার করলেও বিকেলে থানায় নিয়ে যান পুলিশ। পরে পুলিশ সোহাগের গ্রেফতারের বিষয়টি নিয়ে সাংবাদিকের কাছে একেক ধরনের বক্তব্য দেন। এসআই মিজান বলেন, একটি গাঁজার বিড়িসহ সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

আবার এএসআই মাসুদ বলেন, ২০০ টাকা মূল্যের গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এমন গড়মিল তথ্য প্রদানের পর মঙ্গলবার রাতে ৫১০ গ্রাম গাঁজাসহ সোহাগকে গ্রেফতার করা হয়েছে মর্মে মামলা করে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, এসআই মিজান ও এএসআই মাসুদ ৫১০ গ্রাম গাঁজাসহ সোহাগ মিয়াকে গ্রেফতার করে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এস এম এরশাদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।