এবার বোর্ড সেরা ঝালকাঠির এনএস কামিল মাদরাসা
প্রতিবছরের ন্যায় এবারও দাখিল পরীক্ষার ফলাফলে জিপিএ-৫-এ ঝালকাঠিতে শীর্ষ অবস্থানে রয়েছে ঝালকাঠি এনএস কামিল মাদরাসা।
এই মাদরাসা থেকে ১৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৯৩ জন উত্তীর্ণ হয়েছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে সাধারণ বিভাগে ছয়জন এবং বিজ্ঞান বিভাগে ৪১ জন। জিপিএ-৪ পেয়েছে সাধারণ বিভাগে ৯৮ জন এবং বিজ্ঞান বিভাগে ৫৩ জন। বাকিরা সবাই উত্তীর্ণ হয়েছে। অকৃতকার্য হয়েছে ১ জন এবং পরীক্ষা চলাকালে বহিষ্কার হয়েছে দুইজন।
ঝালকাঠি সরকারি বালক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১৮৫ জনে অংশ নিয়ে শতভাগই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন এবং জিপিএ ৪ পেয়েছে ৯০ জন। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১৯৫ জনে অংশ নিয়ে ১৯৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন এবং জিপিএ-৪ পেয়েছে ১৩৬ জনে। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। পরীক্ষাচলাকালে একজন অনুপস্থিত ছিল।
ঝালকাঠি উদ্বোধন বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ১৪৮ জনে অংশ নিয়ে ১০৭ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৪ পেয়েছে ছয়জন। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
ঝালকাঠি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার দাখিল পরীক্ষায় ৩৭ জন অংশ নিয়ে ৩৪ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে একজন এবং জিপিএ-৪ পেয়েছে ২১ জন। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
ঝালকাঠি কুতুবনগর আজিযিয়া আলিম মাদরাসার দাখিল পরীক্ষায় ২৩ জন অংশ নিয়ে ২১ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে এবং জিপিএ-৪ পেয়েছে পাঁচজন। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
শহরতলীর কৃষ্ণকাঠি টাইগার মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় ৬৫ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৫৯ জন। এর মধ্যে জিপিএ ৪ পেয়েছে ৯ জন এবং বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
পরীক্ষা চলাকালে একজন অনুপস্থিত ছিল। ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ৫৫ জন অংশ নিয়ে ৪৭ জন উত্তীর্ণ হয়েছে।
এর মধ্যে জিপিএ-৪ পেয়েছে ১০ জন। বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে। জেবিআই ইউনিয়ন একাডেমি (ইছানিল মাধ্যমিক বিদ্যালয়) থেকে এসএসসি পরীক্ষায় ৭২ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৪৯ জন। এরমধ্যে জিপিএ-৪ পেয়েছে তিনজন বাকিরা সবাই বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়েছে।
মো. আতিকুর রহমান/এএম/আরআইপি