৫ হাজার টাকা বেতন দিলেও শ্রমিক পাওয়া যাবে না


প্রকাশিত: ০১:৫৮ পিএম, ০৬ মে ২০১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, পায়রা বন্দর কার্যক্রম চালু করতে দেড়শ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। দক্ষিণাঞ্চলের শ্রমিকরা ঘরের ভাত খেয়ে কাজ করতে পারবে। শ্রমিকদের চাহিদাও অনেক গুণে বেড়ে যাবে।

তিনি বলেন, এখন একজন শ্রমিককে ৪০০ থেকে ৫০০ টাকার বিনিময়ে পাওয়া যায়। পায়রা বন্দরের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু হলে তখন প্রতিদিন ৫ হাজার টাকা বেতন দিলেও শ্রমিক পাওয়া যাবে না।

ঝালকাঠি শহরের টিঅ্যান্ডটি সড়কের একটি কনভেনশন সেন্টারে জেলা শ্রমিক লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিশ্বের অনেক দেশ এখন আমাদের অনুসরণ করছে। উন্নয়ন দেখে বিদেশিরা বিস্ময় প্রকাশ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এখন আমরা বিদেশে জনশক্তি রফতানি করছি। ৫ বছর পর বিদেশিরা কর্মসংস্থানের জন্য বাংলাদেশে আসবে।

জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার আহ্বায়ক মোবারেক হোসেন মল্লিকের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনার দায়িত্ব পালন করেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসআরএম মানিক।

শ্রমিক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ  চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

এতে বক্তব্য দেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. হারন অর রশিদ, জেলা অটো শ্রমিকলীগ সভাপতি আবু সাইদ খান, জেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীর খান, সাধারণ সম্পাদক মো. কুদ্দুস হোসেন খান, জেলা মৎস্য শ্রমিক লীগ সভাপতি আব্দুল বারেক সিকদার। এ সময় জেলা শ্রমিক লীগ অন্তর্ভুক্ত ২২টি শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও সদস্যবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

মোঃ আতিকুর রহমান/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।