ঝিনাইদহের জঙ্গি আস্তানায় গ্রেফতারদের আদালতে প্রেরণ
ঝিনাইদহ সদরের লেবুতলা ও মহেশপুরের বজরাপুর গ্রামে দুটি জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়।
গতকাল রাতে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সন্ত্রাস দমন আইনে পুলিশের পক্ষ থেকে এ মামলা করা হয়।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত রোববার মহেশপুরের বজরাপুর গ্রামের হটাৎপাড়া ও সোমবার সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। মহেশপুরে নিহত হয় দুই জঙ্গি, গ্রেফতার করা হয় বাড়ির মালিক জহুরুল ইসলাম ও তার ছেলে জসিম উদ্দিনকে।
এদিকে, সদর উপজেলার লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা থেকে গ্রেফতার করা হয় নব্য জেএমবির সদস্য শামীমকে। গ্রেফতারদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস