টাঙ্গাইলে ১১২০ পিস ইয়াবাসহ যুবক আটক


প্রকাশিত: ০৮:১৬ এএম, ১০ মে ২০১৭

১১২০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নিখিল ভৌমিককে (৫০) আটক করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ। সে টাঙ্গাইল পৌর এলাকার বড় মসজিদ রোডস্থ প্রয়াত শম্ভু ভৌমিকের ছেলে। মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়।

বুধবার দুপুরে প্রেসবিফ্রিংয়ের মাধ্যমে টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌরসভার পুরাতন বাসস্ট্যান্ড এলাকার শিবনাথ স্কুলের সামনে থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় মডেল থানার উপ-পরিদশক (এসআই) আবুল বাশার মোল্লা ও মৃত্যুঞ্জয় কুমার কির্তুনিয়া জেলার কুখ্যাত মাদক ব্যবসায়ি নিখিল ভৌমিককে (৫০) আটক করে।

এ সময় তার শরীরে তল্লাসি চালিয়ে ১১২০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় আরো ২টি মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।