বান্দরবানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


প্রকাশিত: ০২:১৬ এএম, ০৭ মে ২০১৫

বান্দরবানের লামায় সেলিনা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে ফাঁসিয়খালী ইউনিয়নের ইয়ংছাবাজার এলাকার ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের রাবার বাগানে এ ঘটনা ঘটে। সেলিনা আক্তার কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভা এলাকার আমাইন্নারচর গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে সেলিনার সাথে স্বামী তৌহিদুল ইসলামের ঝগড়া হয়। পরে ঘরের বিমের সাথে সেলিনা আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ সেলিনার মৃতদেহ উদ্ধার করেন ।

বান্দরবান লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে ।

সৈকত দাশ/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।