বাল্যবিয়ে : গাইবান্ধায় বরসহ ৩ জনের কারাদণ্ড
গাইবান্ধায় বাল্যবিয়ের অপরাধে বরসহ বর ও কনের বাবাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত ১০টার দিকে গাইবান্ধা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বর শাহ আলম (১৬), বরের বাবা জমির উদ্দিন (৪৫) ও কনের বাবা আমির উদ্দিন (৪৩)।
পুলিশ জানায়, বুধবার রাতে শহরের গোবিন্দপুর এলাকার বাসিন্দা আমির উদ্দিনের মেয়ে ৫ম শ্রেণীতে পড়ুয়া আলপনা খাতুনের (১২) সঙ্গে একই এলাকার জমির উদ্দিনের ছেলে দোকান কর্মচারী শাহ আলমের (১৬) বিয়ের আয়োজন করা হয়। এলাকাবাসী আপত্তি করলেও কর্ণপাত করেনি দুই পরিবার।
অভিযোগ পেয়ে গাইবান্ধা সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেবুর রহমান অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করে দেন। এছাড়া বাল্যবিয়ে আয়োজনের অপরাধে বরসহ ৩ জনের প্রত্যেককে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
অমিত দাশ/এসএস/পিআর