বান্দরবানে সড়ক দুর্ঘটনায় ১০ সেনা সদস্য আহত


প্রকাশিত: ০১:১০ পিএম, ০৭ মে ২০১৫

বান্দরবানে থানচি-আলিকদম সড়কে দুর্ঘটনায় ১০ সেনা সদস্য আহত হয়েছেন। ছয় সেনা সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা সিএমএসএ ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলিকদম থেকে ২৭ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৯ ব্রিগেডের ১০ জন সেনা সদস্য আলিকদম উপজেলা থেকে পিক আপ গাড়িতে করে থানচি উপজেলায় ফেরার সময় থানচি-আলিকদম সড়কের ২৭ কিলো এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১০ সেনা সদস্য আহত হন । অবস্থার অবনতি ঘটলে ৬ সেনা সদস্যকে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়। বাকিদের থানিচি আর্মি ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়েছে।

আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের নাম এখনো জানা যায়নি।

সৈকত দাশ/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।