বরিশালে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহত


প্রকাশিত: ০২:০৬ পিএম, ০৭ মে ২০১৫

বরিশাল-গোমা-বাকেরগঞ্জ সড়কের পেয়ারপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সদস্য মো. মনির (৩২) নিহত হয়েছেন। এসময় মিলন নামে তার এক বন্ধু গুরুতর আহত হন। বুধবার মধ্য রাতে তিনি মারা যান।

ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাছুম খন্দকার জাগো নিউজকে জানান, গত বুধবার রাতে মনির তার বন্ধু মিলনকে নিয়ে মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুত গতিতে মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় কবলিত হন তিনি।


ওই রাতেই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শেষ রাতে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। আহত মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাইফ আমীন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।