ঝালকাঠিতে কৃষক হত্যায় চারজনের যাবজ্জীবন


প্রকাশিত: ০৯:৪৮ এএম, ২৪ মে ২০১৭
প্রতীকী ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের কৃষক আ. রব হাওলাদারকে অপহরণের পর হত্যার দায়ে চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সেই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়। ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান বুধবার দুপুরে এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন তারাবুনিয়া গ্রামের শহীদ হাওলাদার, পরেশ কাপালি, সাইদুর রহমান এবং মজিবুর রহমান। এদের মধ্যে মজিবুর রহমান পলাতক।

আদালত ও মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে আসামিরা বাড়ি থেকে আ. রবকে ডেকে নিয়ে যায়। এরপর তার খোঁজ না পেয়ে স্ত্রী ময়না বেগম ১৩ অক্টোবর রাজাপুর থানায় জিডি করেন।

২২ অক্টোবর উত্তর তারাবুনিয়া গ্রামের ধান খেতের মধ্যে একটি পুকুর থেকে আ. রবের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই থানায় হত্যা মামলা করা হয়। ২০১২ সালের ২৬ এপ্রিল পুলিশ চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়।

মো. আতিকুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।