ঢাকার সুবিধা পাবে ঝালকাঠির শিক্ষার্থীরাও
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শিক্ষার্থীরা যাতে পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ ও মৌলিক জ্ঞানের প্রতি আগ্রহী হয় সেজন্য সৃজনশীল মেধা অন্বেষণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ব্যবস্থা চালু করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য ঢাকায় যে সুযোগ-সুবিধা আসবে, ঝালকাঠির শিক্ষার্থীরাও সে সুযোগ সুবিধা পাবে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ হলরুমে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা প্রশাসক মো. হামিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রকিব, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান হোসেন খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ।
এসময় সৃজনশীল মেধাবী হিসেবে ১২ জন, বিজ্ঞান ও প্রযুক্তিতে শিক্ষার্থী হিসেবে ৫৬ জন, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে ৪ জন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ৪ টি, শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে ৪ জন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে ৪ জন, স্কাউট ও গালর্স গাইডের শ্রেষ্ঠ লিডার হিসেবে ১৩ জনকে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।
আতিকুর রহমান/এফএ/এমএস