দাদার হাতে ইউপি চেয়ারম্যানের শিশুপুত্র খুন


প্রকাশিত: ০২:৩০ এএম, ২৭ মে ২০১৭

সাতক্ষীরা সদরের আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মজনু মালীর ছেলে সম্রাটকে (৮) কুপিয়ে হত্যা করেছে তার দাদা। শুক্রবার রাত ১০টার দিকে আগরদাড়ি ইউনিয়নের বকচরা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

হত্যাকাণ্ডের ঘটনায় দাদা ইসরাইল মালীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বলেন, দাদা ইসরাইল মালী নামাজ পড়ে এসে দেখে সম্রাট দাঁড়িয়ে আছে। এসময় দাদা তাকে কাছে ডেকে ধারালো দা দিয়ে মাথায় কয়েকটি কোপ মারে। পরে স্থানীয়রা সম্রাটকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে দাদা ইসরাইল মালীও উপস্থিত ছিলেন। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। আটক ইসরাইল মানসিক ভারসাম্যহীন বলে পরিবার দাবি করেছে।

আকরামুল ইসলাম/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।