৫ জেলায় সড়কে প্রাণ গেল ৯ জনের


প্রকাশিত: ০৮:৩৮ এএম, ২৭ মে ২০১৭

দেশের ৫ জেলা গাইবান্ধা, ময়মনসিংহ, বাগেরহাট, নড়াইল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় মোট ৯ জনের মৃত্যু হয়েছে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। শুক্রবার রাত ২টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রায়মণি এলাকায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১৫ জন।

এদিকে বাগেরহাটের খুলনা-মংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় ট্রাকের চাপায় ২ ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হেলপারসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মংলাগামী একটি ট্রাক (যার নং-সিলেট ট-১২-০২৯০) নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যান দুটিকে চাপা দিলে এ ঘটনা ঘটে।

এছড়া নড়াইল-যশোর সড়কের মৎস্য হ্যাচারি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় নসিমন চালক আব্দুল আজিজ (৩৫) নিহত হয়েছেন। আজ শনিবার (২৭ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নমিসন চালক আব্দুল আজিজ নড়াইল-মুলিয়া সড়ক থেকে নড়াইল-যশোর সড়কে ওঠার সময় যাত্রীবাহী (ফরিদপুর জ-১১-০০২০) বাস তাকে ধাক্কা দেয়। পুলিশ বাসটিকে জব্দ করতে পারলেও চালক পলাতক রয়েছে।

অপরদিকে পিরোজপুর মঠবাড়িয়া সড়কের ধানী সাফা হাইস্কুল সংলগ্ন চায়ের দোকানে নিয়ন্ত্রণ হাড়িয়ে একটি টম টম (তিন চাকার গাড়ি) ঢুকে পড়লে এছাহাক আলী (৬০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হন।

এসময় শামছুল হক নামের (৬৫) আরেক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। তারা স্থানীয় বাসিন্দা।

মঠবাড়িয়া থানার এসআই মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১০টার দিকে ভান্ডারিয়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি টম টম নিয়ন্ত্রণ হাড়িয়ে ভূইয়ার চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় দোকানের সামনের বেঞ্চে বসে চা খাচ্ছিলেন এছাহাক ও শামছুল হক। টম টমের আঘাতে সাফা গ্রামের বাসিন্দা এছাহাক আলী নিহত হন।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।