ঈশ্বরদীতে আরও এক যুবলীগ নেতা গ্রেফতার


প্রকাশিত: ০৯:০২ এএম, ২৭ মে ২০১৭
প্রতীকী ছবি

ঈশ্বরদীতে ভূমিমন্ত্রীর ছেলে যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালসহ ১১ যুবলীগ নেতাকর্মীদের গ্রেফতারের পর আলোচিত সেই হামলা-ভাঙচুরের মামলার আরেক আসামি যুবলীগ নেতা তুষার নওয়াজীশকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় তাকে শহরের স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। ঈশ্বরদীর আলোচিত ওই মামলায় এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ১২। এজাহারভুক্ত নামীয় আসামির সংখ্যা ৩৪।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, গত ১৮ মে ঈশ্বরদীতে দোকান ও বাড়িঘর ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে তুষারকে গ্রেফতার করা হয়েছে। তুষার উপজেলা যুবলীগের অন্যতম নেতা।

আলাউদ্দিন আহমেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।