বিএসআরআইতে নিয়োগ নিয়ে পাল্টাপাল্টি সম্মেলন
ঈশ্বরদীস্থ বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ করে চাকরিবঞ্চিতদের সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বিএসআরআই কর্তৃপক্ষ।
রোববার দুপুরে বিএসআরআই সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন বিএসআরআই’র মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।
লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগের প্রধান ড. মো. সাইদুর রহমান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসআরআইয়ের প্রকল্প পরিচালক ড. সমজিৎ কুমার পাল।
এদিকে গত শনিবার দুপুরে জেলা কোটা পদ্ধতি এবং ওই নিয়োগ বাতিল করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে চাকরিবঞ্চিত প্রার্থীরা। ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে চাকরিবঞ্চিতদের পক্ষে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মো. সাঈদ হাসান।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহনেওয়াজ, রুহুল আমিন, নাসির মন্ডল, ইউসুফ আলী মিন্টু প্রমুখ। এর আগে গত বুধবার একই দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে নিয়োগবঞ্চিত চাকরি প্রার্থীরা।
তারা বলেন, বিএসআরআইয়ের ফার্মাসিস্ট, স্টোর করনিক, মাঠ সহকারী, হিসাব সহকারী, টাইপিস্ট, স্কুলের সহকারী শিক্ষকসহ ২৩টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার, লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ১৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে। বাকি ৯ জনকে এখনো নিয়োগ দেয়া হয়নি।
এসব বিষয়ে বিএসআরআইয়ের মহাপরিচালক ড. আমজাদ হোসেন বলেন, সরকারি বিধি মোতাবেক সকল নিয়ম অনুসরণ করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এক্ষেত্রে কোনো অনিয়ম দুর্নীতি করা হয়নি বলে দাবি তার।
আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর