বিএনপির আমলে জঙ্গিবাদের উত্থান : শিল্পমন্ত্রী


প্রকাশিত: ১১:০৭ এএম, ২৮ মে ২০১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি সরকারের আমলে প্রথম এই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। পাশাপাশি নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে দেশ পরিচালনার সুযোগ করে দিতে হবে।

রোববার দুপুরে যুব উন্নয়ন অধিদফতর ঝালকাঠি জেলা কার্যালয় কর্তৃক আয়োজিত জঙ্গিবাদবিরোধী জনসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ইসলাম ধর্মে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ ধর্মের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু। গোটা মুসলিম বিশ্বকে অস্থিতিশীল করার জন্য একটি চক্র জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে ফায়দা লুটছে। তাদের উদ্দেশ্য হল মুসলিম বিশ্বকে ধ্বংস করে তাদের সম্পদ লুট করা।

জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রাকিব, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, যুব উন্নয়ন অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান প্রমুখ।

আতিকুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।