ঝিনাইদহে নব্য জেএমবির দুই সদস্য গ্রেফতার


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ৩১ মে ২০১৭

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করেছে মহেশপুর থানা পুলিশ। বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নব্য জেএমবি সদস্য ঝিনাইদহ সদর উপজেলার নাথচিনা গ্রামের রুস্তম আলীর ছেলে আশরাফুল আলম  (৩২) ও মহেশপুর উপজেলার বুজিতলা গ্রামের আমিনুর রহমানের ছেলে মেহেদী হাসান সবুজ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের এসআই সামছুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার সন্ধ্যায় ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নব্য জেএমবির দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। তাদের ঢাকা থেকে মহেশপুর আনা হচ্ছে বলেও জানান তিনি।

আহমেদ নাসিম আনসারী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।