আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু


প্রকাশিত: ০৭:৫৭ এএম, ০৯ জুন ২০১৭
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আশিক মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আশুগঞ্জ নৌ-বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।

আশিক হবিগঞ্জের লাখাই শিবপুর এলাকার মাইনুদ্দিন মিয়ার ছেলে। সে আশুগঞ্জ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। তার বাবা আশুগঞ্জ নৌ-বন্দরে দিনমজুরের কাজ করেন।

মৃত আশিকের বাবা মাইনুদ্দিন মিয়া জানান, সকালে বাড়ি থেকে খেলা করার জন্য বাইরে বের হয় আশিক। নৌ-বন্দরের কাছেই মসজিদের সামনে একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় আশিক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।