ঝিনাইদহে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা, পলিথিন ধ্বংস


প্রকাশিত: ১০:২৭ এএম, ১১ জুন ২০১৭

ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড ও পুরাতন হাটখোলার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকালে জেলা প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের ভেজালবিরোধী অভিযানে রোববার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

সেসময় দোকানে মূল্য তালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, চাল পাটের বস্তায় না রেখে প্লাস্টিকের বস্তায় রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ অনুযায়ী শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের দুটি দোকান ও শহরের পুরাতন হাটখোলার দুটি দোকানে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ধ্বংস করা হয় ব্যবহার নিষিদ্ধ পলিথিন। ভ্রাম্যমাণ আদালতে জেলার পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক খান মাসুদুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আহমেদ নাসিম আনসারী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।