রাস্তা দখল করে প্রভাবশালীর খুঁটি


প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৭ জুন ২০১৭

এলাকার প্রভাবশালী দুই ব্যক্তি ৫০ বছরের পুরাতন রাস্তা দখল করে মাঝখান দিয়ে খুটি পুতে দিয়েছে। এতে এলাকার হাজার হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। রাস্তাটি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের ঘোপ পাড়া গ্রামে অবস্থিত।

গ্রামবাসী অভিযোগ করে জানান, রাস্তাটির মালিকানা দাবি করে জৈনিক তোফাজ্জল ও সানোয়ার হোসেন রাস্তার উপর মোটা মোটা খুঁটি পুতে দিয়েছেন। সরকারি রাস্তাটি এখন বাঁশ ও মোটা মোটা খুঁটিতে ঘেরা। এলাকার মানুষ এই রাস্তা দিয়ে বৈডাঙ্গা বাজারে যাতায়াত করতেন।

গ্রামের মানিক ও শহিদুল ইসলাম বলেন, আমরা বাপ দাদার আমল থেকে বহমান এই রাস্তাটি দেখে আসছি। এখন দুই তিন গ্রামের মানুষ বৈডাঙ্গা বাজারে আসতে পারছে না। তাদের ডাকবাংলা বাজার ঘুরে আসতে হচ্ছে।

সাগান্না ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল-মামুন জানান, তিনিসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান পরিষদ থেকে সরকারিভাবে ওই রাস্তায় মাটি ভরাট করেছেন।

ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা গোলাম মহিউদ্দীন জানান, রেকর্ডে রাস্তাটি অনেক বড়, কিন্তু এক মাথায় কোনো রেকর্ড নেই। সেটির পরিমাপ ৫০০ মিটার হবে। ৫০ বছরের এই রাস্তাটি হঠাৎ ঘিরে দেয়াটা অন্যায়।

আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।