ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:২২ এএম, ১৭ জুন ২০১৭
প্রতীকী ছবি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের রাধানগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলু ওই গ্রামের সানার উদ্দিন বিশ্বাসের ছেলে।

নিহতের আত্মীয় তাসনিম জানান, বুলু বিশ্বাস নিজ বাড়িতে কাজ করছিল। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

আহমেদ নাসিম আনসারী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।