ঈদে বাড়ি ফেরার পথে নারীর মৃত্যু


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ২০ জুন ২০১৭

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে ভটভটি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাথী আফরোজ (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই ঘটনায় তার মেয়ে ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে উপজেলার সুবর্ণসাড়া তেল প্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাথী আফরোজ নীলফামারী জেলার বড়খোলার আরাদি গ্রামের মমিমুজ্জামানের স্ত্রী। সাথীর স্বামী বেলকুচি পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যানের চাকরি করেন।

বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদের ছুটি নিয়ে স্ত্রী-সন্তানসহ মমিমুজ্জামান গ্রামের বাড়ি নীলফামারী যাচ্ছিলেন। তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা উপজেলার সুবর্ণসাড়া তেল প্যাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সাথী আফরোজ মারা যান।

একই দুর্ঘটনায় মমিমুজ্জামান-সাথীর দম্পতির মেয়ে ইসরাত জাহান বিথী (১২) ও সিএনজি চালক হাসমত আলী (৩০) গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন বলেও জানান তিনি।

ইউসুফ দেওয়ান রাজু/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।