সিরাজগঞ্জে বাস খাদে পড়ে কিশোর নিহত
ফাইল ছবি
বগুড়া-পাবনা মহাসড়কে সিরাজগঞ্জের রায়গঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আমিনুল ইসলাম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ যাত্রী আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার রয়হাটি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী যাত্রীবাহী বাস রয়হাটি এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আমিনুল নামে এক কিশোর মারা যান। এতে আহত হয় আরও ৫ বাসযাত্রী।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। আহতদের মধ্য আশঙ্কাজনক অবস্থায় একজনকে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এমএএস/জেআইএম