হালুয়াঘাটের ভিজিএফ চাল নালিতাবাড়ীতে উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪ এএম, ২৮ জুন ২০১৭
ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট থেকে কালোবাজারে বিক্রির জন্য আনা ৩৭ বস্তা ভিজিএফ চাল শেরপুরে নালিতাবাড়ীতে আটক করেছে পুলিশ।

নালিতাবাড়ীতে এক ব্যবসায়ীর গুদামে রাখার সময় পুলিশ ওই চালসহ রিয়াজ উদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। সে হালুয়াঘাটের ডুরাইল গ্রামের শরাফউদ্দিনের ছেলে এবং ট্রলিচালক।

এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। বুধবার দুপুরে আটক ট্রলি চালক রিয়াজ উদ্দিনকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ডুরাইল এলাকা থেকে ভিজিএফ চাল এনে শেরপুরে নালিতাবাড়ী উত্তর বাজারের ইন্তাজ আলী ইন্তার গুদামে রাখা হচ্ছিল। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে পুলিশ ২৬ জুন সোমবার রাতে ওই গুদামে অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে কালোবাজারীরা ট্রলিভর্তি চাল ফেলে রেখে পালিয়ে যায়। এসময় পুলিশ ট্রলি চালক রিয়াজ উদ্দিনকে আটক করে। পরে সরকারি সিলমোহরকৃত ৩৭ বস্তা (এক হাজার ৪১০ কেজি) চাল জব্দ করে থানায় নেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান বলেন, এ ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে।

হাকিম বাবুল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।