কিশোরগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে কিশোরের মৃত্যু
কিশোরগঞ্জে বিস্কুট ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাজন (১৪) নামে এক কিশোর শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও তিনজন। সোমবার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকায় অবস্থিত সাদিকা ফুড প্রডাক্ট নামে একটি বিস্কুট ফ্যাক্টরিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামের ফালু মিয়ার ছেলে। আহতদের মধ্যে শ্রমিক রাকিবকে কিশোরগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের কাজল মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামসুল হাবীব জানান, ফ্যাক্টরির ওভেনে বিস্কুট তৈরির সময় হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ওভেনে আগুন ধরে যায়। এতে তিন শ্রমিক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় কিশোরগঞ্জ হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় রাজন মারা যায়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আড়াই’শ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
নূর মোহাম্মদ/আরএআর/এমএস