আশুগঞ্জে বেড়াতে এসে খুন হলেন যুবক
আশুগঞ্জে বন্ধুদের সঙ্গে বেড়াতে এসে খুন হলেন এক যুবক। তার নাম রাজু খান ( ২১) এবং বাবার নাম আ. লতিফ খান। তার বাড়ি ব্রাহ্মণবাড়ীয়ার নবী নগর উপজেলার উড়কুলিয়া গ্রামে।
ছিনতাইকারীরা নিহত রাজুর আইফোন মোবাইলটি ছিনিয়ে নেয়ার সময় বাধা দিলে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি খুন হন।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের মেঘনা সেতুর আশুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন এলাকায়।
ঘটনার পর পর দুই বন্ধু আহত রাজু খানকে দ্রুত ভৈরবের একটি ক্লিনিকে নিয়ে আসে। তার অবস্থা গুরুতর বলে তাকে ক্লিনিক কর্তৃপক্ষ তাৎক্ষণিক ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
সেখানে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের মরদেহ ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাটি আশুগঞ্জ এলাকায় হলেও খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। হত্যার ঘটনাটি যেহেতু আশুগঞ্জে তাই এ ব্যাপারে আশুগঞ্জ থানায় মামলা হবে এবং লাশ আশুগঞ্জ থানা পুলিশ নিয়ে যাবে।
আসাদুজ্জামান ফারুক/এএম/জেআইএম