প্রশংসাপত্র বিতরণে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়
পটুয়াখালীর রাঙ্গাবালীর কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের মার্কশিট ও প্রশংসাপত্র বিতরণে অর্থ আদায় করা হচ্ছে। ফলে উচ্চমাধ্যমিকে ভর্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে দরিদ্র শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৯৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ওসব শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে উচ্চমাধ্যমিকে ভর্তির জন্য মার্কশিট ও প্রশংসাপত্র বিতরণের কথা থাকলেও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৮৫০ টাকা করে আদায় করার নির্দেশ দিয়েছেন।
ফলে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়ার জন্য সচ্ছল পরিবারের শিক্ষার্থীরা নির্ধারিত অর্থ দিয়ে মার্কশিট ও প্রশংসাপত্র সংগ্রহ করলেও বিপাকে পড়েছে দরিদ্র শিক্ষার্থীরা।
কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক রাঙ্গাবালী ইউনিয়নের পুলঘাট গ্রামের মিজানুর মৃধা বলেন, মঞ্জু মাস্টারের নির্ধারিত অঙ্কের টাকা দিয়ে ওসব কাজপত্র সংগ্রহ করতে না পেরে কলেজে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছে অনেক গরিব শিক্ষার্থী।
কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মঞ্জুরুল আলম বলেন, ‘এ বিষয়ে পরে আলাপ করব। লেইখেন না, আমি দেখা করব।’
জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোকলেছুর রহমান বলেন, মার্কশিট ও প্রশংসাপত্র বিতরণে টাকা নেয়ার কোনো নিয়ম নেই।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) রেজাউল করিম বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম