ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত আটক, অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৫ মে ২০১৫

ডাকাতির প্রস্তুতিকালে মাদারীপুরের শিবচরে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। পুলিশ ডাকাত দলের কাছ থেকে রিভলবার ও গুলিসহ ২টি মোটরসাইকেল জব্দ করে।

জানা যায়, রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এএসআই) নিউটন দত্তের নেতৃত্বে শিবচর থানা পুলিশের একটি দল জেলার শিবচরের বহেরাতলার একটি বাঁশ বাগানে অভিযান চালায়। এসময় ৪ ডাকাতকে আটক করে পুলিশ। আরো ২ জন পালিয়ে যান। আটকদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড গুলি, একটি ধারালো অস্ত্র ও ডাকাতদের ব্যবহৃত দুটি চোরাই মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এ ব্যাপারে শিবচর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আটকরা চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলার আসামি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. সাত্তার।

এ কে এম নাসিরুল হক/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।