পাবনায় ভূমিহীনদের ধান কাটার মহোৎসব


প্রকাশিত: ১১:৫১ এএম, ২৫ মে ২০১৫

`মাঠ ভরা সোনালী ধান দোল খাচ্ছে দক্ষিণা বাতাসে। সেই ধানের দোলা লেগেছে ভূমিহীনদের প্রাণে। আর তাতে আনন্দের সীমা নেই তাদের। মহা আনন্দে চলছে ধান কাটা। এরপর বাড়িতে নিয়ে মাড়াই করা থেকে শুরু করে গোলায় তোলা পর্যন্ত মহাব্যস্ত সময় পার করছেন ভূমিহীন নর-নারী। তাদের চোখে মুখে এখন খুশির ঝিলিক।`

এমন চিত্র পাবনার চাটমোহর উপজেলার বহুল আলোচিত ভূমিহীনদের রক্তে ভেজা বিলকুড়ালিয়া মাঠের। দীর্ঘ ২২ বছরের আন্দোলন-সংগ্রামে সফল হয়ে সরকারের কাছ থেকে বিলকুড়ালিয়ার ২৮৫ একর খাসজমি স্থায়ী বন্দোবস্ত পেয়েছেন ভূমিহীনরা। নিজের নামে বন্দোবস্ত পাওয়া সেই জমিতে এবার প্রথম ধান উৎপাদন করতে পেরে তাদের আনন্দের সীমা নেই। আর তাই বিলকুড়ালিয়া বিলে ভূমিহীনদের ধান কাটা পরিণত হয়েছে মহা উৎসবে।

আবহাওয়া অনুকূলে থাকায় বিলকুড়ালিয়া মৌজার ৩৭১ একর খাসজমিতে ৩২টি শ্যালো মেশিন, দুটি ডিপ ও একটি মিনি ডিপ টিউবয়েলে সেচ ব্যবস্থাপনায় প্রায় এক হাজার ৬০০টি ভূমিহীন পরিবারের আবাদকৃত জমিতে এ বছর বাম্পার ফলন হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার সকাল ১১টায় বিলকুড়ালিয়া মাঠে আয়োজন করা হয় ধান কাটা মহোৎসব অনুষ্ঠানের।

এ মহোৎসবের উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান। ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা কেএম আতাউর রহমান রানা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জিএম মিজানুর রহমান, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভূমিহীনদের সংগঠক ইসরাইল আলম প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বে বিলে লাল পতাকা উড়িয়ে খাসজমি নিজেদের দখলে নেয় ভূমিহীনরা। এরপর ভূমি আগ্রাসীদের হামলা, মামলা মোকাবেলা করে চূড়ান্ত বিজয় অর্জন করে তারা। সর্বশেষ ২০১৩-১৪ অর্থ-বছরে বিলকুড়ালিয়া মৌজার প্রায় ২৮৫ একর খাসজমির ১৩১৩টি ভূমিহীন পরিবারের নামে স্থায়ী বন্দোবস্ত দেওয়ার জন্য উপজেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটি নথিগুলো চূড়ান্ত অনুমোদনের সুপারিশ করে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করে।

ইতিমধ্যে পাবনা জেলা কৃষি খাসজমি বন্দোবস্ত কমিটির সভায় অনুমোদিত হয়ে জেলা প্রশাসকের স্বাক্ষরে চূড়ান্ত অনুমোদনপ্রাপ্ত ৫৪৭টি পরিবারের কবুলতি দলিল সম্পাদন ও রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

একে জামান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।