জেল সুপার পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:০২ এএম, ২৫ জুলাই ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার পরিচয় দিয়ে এক হাজতির পরিবারের কাছে ফোন করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত ২১ জুলাই জেলার আখাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে প্রতারণার শিকার ওই হাজতির পরিবার।

খোঁজ নিয়ে জানা যায়, পাঁচটি মাদকসহ সাতটি মামলায় গত ১৮ জুলাই পুলিশের কাছে আত্মসমর্পণ করে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের হরিপুর পাথরিয়াটেক গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ইকবাল। গত ২০ জুলাই সন্ধ্যায় এক প্রতারক জেল সুপার পরিচয় দিয়ে ইকবালের ছোট ভাই জুলহাস উদ্দিন সাইমনের কাছে ফোন করেন। পরে ওই প্রতারক কারাগারে ইকবাল গুরুতর অসুস্থ হয়ে পড়েছে এবং তার চিকিৎসার জন্য এক লাখ টাকা লাগবে বলে জানায়। 

এ সময় ওই প্রতারক জুলহাসকে আরেকজনের ফোন নম্বর দিয়ে তার সঙ্গে কথা বলতে বলেন। এরপর ওই নম্বরে ফোন করলে তিনি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে টাকা পাঠানোর জন্য তিনটি বিকাশ নম্বর দেন। জুলাহাস তার কথা মতো তিনটি বিকাশ নম্বরে ৪০ হাজার টাকা পাঠান। টাকা পাঠানোর পরপরই নম্বরগুলো বন্ধ করে দেয় প্রতারক চক্র। বিষয়টি সন্দেহজনক মনে হলে জুলহাস জেলা কারাগারে খোঁজ নিয়ে জানতে পারেন তার ভাই ইকবাল সুস্থ আছেন। এ ঘটনায় আখাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জুলহাস।

আখাউড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জিডির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, আমরা অভিযোগটি খতিয়ে দেখছি।

আজিজুল সঞ্চয়/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।