ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় প্রবাসীর মৃত্যুর ঘটনায় মামলা
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় মতিউর রহমান (৪০) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগে দুই চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে মৃতের স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- ডা. মো. আসলাম হাজারী, ডা. সারোয়ার ও ক্লিনিকের পরিচালক সেলিম মিয়া এবং হুমায়ূন মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে ভুল চিকিৎসার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে শুক্রবার সকালে গলায় টনসিলজনিত ব্যথা নিয়ে পৌরশহরের কুমারশীল মোড়স্থ গ্রামীণ জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন জেলার বিজয়নগর উপজেলার শ্রীপুর গ্রামের মৃত রেহান উদ্দিনের ছেলে মতিউর রহমান। তিনি সৌদি আরব প্রবাসী। সম্প্রতি তিনি ছুটিতে দেশে আসেন।
মতিউরকে ওই ক্লিনিকের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. মো. আসলাম হাজারীকে দেখানো হলে তিনি মতিউরের টনসিল অস্ত্রোপচারের (অপারেশন) জন্য বলেন। এরপর দুই ঘণ্টা মতিউরের টনসিল অস্ত্রোপচার শেষে তার অবস্থার অবনতির কথা জানিয়ে তাকে দ্রুত ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে ক্লিনিক কর্তৃপক্ষ।
এরপর মতিউরকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হলে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসার কারণেই মতিউরের মৃত্যুর অভিযোগ এনে ওই ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন রোগীর স্বজনরা। ঘটনার পরপরই ডা. আসলাম হাজারীসহ ক্লিনিকের সকল স্টাফরা গা ঢাকা দেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস