বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:০০ এএম, ৩১ জুলাই ২০১৭

বরগুনা শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তরিকুল বিজয় টিভির বরগুনা দক্ষিণ প্রতিনিধি ছিলেন। তিনি বরগুনার তালতলী উপজেলার লাউপাড়া গ্রামের হাসেম মুন্সীর ছেলে।

বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে নিজ বাসায় টেলিভশনে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।