বন্ধুর জন্য জীবন বিসর্জন দিলেন ট্রাক ব্যবসায়ী!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ৩১ জুলাই ২০১৭

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র শাওনের মৃত্যু সইতে না পেরে রাসেল (২০) নামে এক ট্রাক ব্যবসায়ী শোকে বিষপানে আত্মহত্যা করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে ওই ট্রাক ব্যবসায়ী নড়াইল শহরের ভাদুলিডাঙ্গা এলাকার ভাড়া বাসায় বিষপান করে। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

নিহত স্কুলছাত্র শাওনের বাবা সোহেল ফরহাদ জানান, বয়সে বড় হলেও শাওনের সঙ্গে রাসেলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। তিনি শাওনের মৃত্যুর শোক সইতে না পেরে আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, রাসেলের কয়েকটি ট্রাক রয়েছে। তিনি শহরের ভাদুলিডাঙ্গা এলাকায় একটি ভাড়া বাড়িতে একা বসবাস করতেন। তার বাড়ি ফরিদপুরের গজারিয়া বাজারের পাশে। তবে রাসেলের বাবার নাম জানা হয়নি।

শাওনের বাবা সোহেল ফরহাদ বলেন, রাসেলের মৃত্যুর খবর শুনে গজারিয়ায় গিয়েছি। তার এমন মৃত্যু মেনে নেয়া যায় না। তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনাল এলাকার সোহেল ফারহানের ছেলে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মাহামুদুল হাসান শাওন নড়াইলের মুলিয়া থেকে মোটরসাইকেলে নড়াইল শহরে আসছিল।

নড়াইল-মুলিয়া সড়কের ভাদুলীডাঙ্গা মন্দিরের সামনে পৌঁছালে নড়াইল পৌরসভার ভাদুলীডাঙ্গা এলাকার বনমালী বিশ্বাসের শ্রবণপ্রতিবন্ধী স্ত্রীকে পাশ কাটতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে শাওন গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে শাওনের মৃত্যু হয়।

হাফিজুল নিলু/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।