ব্রাহ্মণবাড়িয়ায় ১ হাজার ফুট গ্যাস পাইপ অপসারণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১০:০৮ এএম, ০২ আগস্ট ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগের এক হাজার ৪০ ফুট পাইপ অপসারণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা সোয়া ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এসব অবৈধ গ্যাস পাইপ অপসারণ করা হয়।

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা ও রাজঘর গ্রামে অভিযান চালিয়ে এসব অবৈধ গ্যাস পাইপ অপসারণ করা হয়।

অভিযান শেষে এনডিসি আবদুল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, একটি চক্র রাতের আঁধারে থলিয়ারা ও রাজঘর গ্রামে অবৈধ গ্যাস সংযোগ দিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে গ্যাস আইন-২০১০ এর ১০ ধারার ২ উপধারার ‘ক’ এর আওতায় অবৈধভাবে দেয়া গ্যাস সংযোগের এক হাজার ৪০ ফুট পাইপ অপসারণ করা হয়েছে।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী সাইফুল আলম ভূইয়াসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।