বরগুনায় হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৭:১৭ এএম, ০৩ আগস্ট ২০১৭

বরগুনায় হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর পাঁচ আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনার বেতাগী উপজেলার বুড়া মজুমদার উইনিয়নের গেরামর্দন গ্রামের আবদুল জলীল, মো. মনির হোসেন, রহিম, মজিবর হোসেন, রুহুল আমীন সিকদার, সত্তার ও মো. জলীল মীর। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানাও করেছেন আদালত। অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে মো. জলীল মীর পলাতক রয়েছেন। রায়ের পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এছাড়া এ মামলার অন্য পাঁচ আসামি আজীজ খান, সোহবরাব খান, সোমেদ আলী, শহিদ সিকদার, লাইলী বেগমকে বেকসুর খালাস প্রাদান করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২ ডিসেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গেরামর্দন গ্রামের মো. কবীর হোসেনকে কুপিয়ে হত্যা করে আসামিরা। পরে তার স্ত্রী ছফুরা বেগম বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী বরগুনার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ভুবন চন্দ্র হালদার বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দীন আহমেদ বলেন, আমার মক্কেলগণ ন্যায় বিচার পাননি। তাই তারাও উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।

সাইফুল ইসলাম মিরাজ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।