৩ আ.লীগ নেতাকে মারধর, সেই ছাত্রলীগ সেক্রেটারি বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০১:০৯ পিএম, ০৭ আগস্ট ২০১৭

বরগুনার তালতলী উপজেলায় চাঁদা না দেয়ায় আওয়ামী লীগের তিন নেতাকে মেরে হাসপাতালে পাঠানোর ঘটনায় অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন বেপারীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সোমবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এ বহিষ্কার আদেশটি ছাত্রলীগের ওয়েবসাইটে আপলোড করা হয়।

এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, নয়ন বেপারীকে (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, তালতলী উপজেলঅ শাখা, বরগুনা) দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

উল্লেখ্য, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকায় প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য তিনশ একর জমি ক্রয়ের জন্য উপজেলা আওয়ামীগ নেতা সোহরাব জোমাদ্দার, জাহাঙ্গীর হোসেন ও আবুল কালাম মধ্যস্থতা করছিলেন।

এই জমি মধ্যস্থতার জন্য উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন বেপারী তাদের কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। কিন্তু এ চাঁদার টাকা দিতে তারা বিভিন্ন সময় অপারগতা প্রকাশ করেন।

এরই জের ধরে তালতলী বাজারের একটি দোকানে প্রস্তাবিত তাপবিদ্যুত কেন্দ্রের জমিজমা সংক্রান্ত আলোচনা চলাকালে রোববার দুপুরে প্রকাশ্যে শতশত জনতার সামনে তালতলী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন বেপারীর নেতৃত্বে সাত-আটজনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক মারধর করে।

তাদের মারধরে উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব জোমাদ্দার গুরুতর আহত হন। পরে তাদের সবাইকে স্থানীয়রা উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে গেলে সোহরাব জোমাদ্দারকে ভর্তি রেখে বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে ছেড়ে দেয়া হয়।

মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।