বিল দি‌তে দে‌রি করায় ঠিক‌াদা‌রের কাণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ১৩ আগস্ট ২০১৭

বরগুনার বিসিক শিল্পনগরীর ঠিকাদার মো. শহিদুল ইসলাম পলাশের বিরুদ্ধে প্রকল্প পরিচালককে মারধর ও অন্ডকোষ চেপে ধরার অভিযোগে মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় প্রকল্প পরিচালক ও শিল্প সহায়ক কেন্দ্রের উপ-পরিচালক গোবিন্দ চন্দ্র সরকার বাদি হয়ে এ মামলাটি করেন।

বরগুনা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঠিকাদার শহিদুল ইসলাম পলাশ বরগুনা পৌরসভার ব্রাঞ্চ রোডের বাসিন্দা মৃত মো. ছত্তার হাওলাদের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, শনিবার বিকেল সাড়ে ৪টায় বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকার বিসিক শিল্পনগরীর মধ্যে মাটি ভরাট কাজের পরিমাপ করার সময় প্রকল্প পরিচালক গোবিন্দ চন্দ্র মিজারিং স্টাফ সঠিক জায়গায় রাখতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সংশ্লিষ্ট ঠিকাদার শহিদুল ইসলাম প্রকল্প পরিচালক গোবিন্দ চন্দ্র সরকারকে মারধরের এক পর্যায়ে হত্যার উদ্দেশ্যে তার অন্ডকোষ চেপে ধরেন। পরে ঘটনাস্থলে উপস্থিত বিসিক শিল্পনগরীর কর্মকর্তারা তাকে উদ্ধার করেন। এসময় ঠিকাদার শহিদুল ইসলমা প্রকল্প পরিচালককে অশ্লীল ভাষায় গালাগালি করার পাশাপাশি হত্যার হুমকি দেন।

ভুক্তভোগী প্রকল্প পরিচালক গোবিন্দ চন্দ্র বলেন, বরগুনার বিসিক শিল্পনগরীর মাটি বরাট কাজের ঠিকাদার শহিদুল ইসলাম তার প্রাপ্য বিলের নিয়ম অনুযায়ী আংশিক পেয়েছেন। বাকি বিলের জন্য তিনি আবেদন করেছেন। কিন্তু তার আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ না পাওয়ায় তার বিল দিতে বিলম্ব হচ্ছিল। এ ঘটনায় ঠিকাদার তাকে দায়ী করে আসছিলেন। বিল পেতে বিলম্ব হওয়ায় এর আগেও শহিদুল তার অফিসে এবং বাসায় গিয়ে গালাগালি করেছেন।

এ বিষয়ে শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ভুক্তভোগী ওই কর্মকর্তাকে মামলা দায়েরে পরামর্শ দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে তিনি বরগুনার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছেন বলে জানান।

বরগুনা অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ বলেন, অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সাইফুল ইসলাম মিরাজ/জেএইচ

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।