নীলফামারীতে নারী সচেতনতা বিষয়ক সমাবেশ


প্রকাশিত: ০২:৩০ পিএম, ০৪ জুন ২০১৫

নীলফামারীর ডোমারে বাল্য বিবাহ রোধ, যৌতুক প্রথা বন্ধ, মা ও শিশু স্বাস্থ্য নিশ্চিতকরণ, শতভাগ স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন, সকল শিশুকে স্কুলে পাঠানোসহ নারী নির্যাতন বন্ধে নারীদের সচেতন করতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টায় নীলফামারী জেলা তথ্য অফিসের উদ্যোগে ডোমার উপজেলার দক্ষিণ বেতগাড়া একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা তথ্য কর্মকর্তা মো. শাহজাহান আলী, ডোমার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাহিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সদস্য শফিকুল ইসলাম প্রমুখ।

জেলা তথ্য কর্মকর্তা শাহজাহান আলী জানান, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করার লক্ষ্যে চলমান কর্মসূচির অংশ হিসেবে ডোমারে ওই নারী সমাবেশের আয়োজন করা হয়।

জাহিদুল হক/এমজেড/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।