হুমকির মুখে রিভার ক্রসিং টাওয়ার : আতঙ্কে এলাকাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পিরোজপুর
প্রকাশিত: ০৫:৩৭ এএম, ২১ আগস্ট ২০১৭

নদী ভাঙনের মুখে পড়েছে পিরোজপুরের কঁচা নদীর পাড়ের অবস্থিত ১৩২ কেভি পাওয়ার ক্ষমতার ‘রিভার ক্রসিং টাওয়ার’। যেকোনো সময় টাওয়ারটি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে চরম আতঙ্কে রয়েছেন পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমরিতলা গ্রামের সহস্রাধিক মানুষ।

সরেজমিনে দেখা গেছে, বাগেরহাট-পিরোজপুর হয়ে ভান্ডারিয়া বিদ্যুতের সাবস্টেশন পর্যন্ত ১৩২ কেভি সম্প্রসারিত গ্রিড লাইনে উপজেলার শারিকতলা-ডুমরিতলা ইউনিয়নের গাজীপুর অংশ থেকে কঁচা নদীর ওপার ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া অংশ পর্যন্ত বিস্তৃত। নদীর দুই পাড়ের ক্রসিং টাওয়ার পর্যন্ত গ্রিড সঞ্চালন লাইনের দূরত্ব এক দশমিক দুই কিলোমিটার। কিন্তু গাজীপুর অংশে কঁচা নদীর তীব্র ভাঙনে নদীর পাড় থেকে অন্তত প্রায় ৩শ’ ফুট গভীরে চলে গেছে।

PIROJPUR

টাওয়ারটির পাশেই রয়েছে পুরাতন গাজীপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসা। এ ছাড়া কঁচা নদীর তীব্র স্রোতে প্রতিদিনই বিভিন্ন স্থাপনা বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। তীব্র এ ভাঙনে আতঙ্কে রয়েছেন স্থানীয় অধিবাসীরা। যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।

এ বিষয়ে পাওয়ার বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী জানান, রিভার ক্রসিং টাওয়ারের কঁচা নদীর পূর্ব পাশে গাজীপুর অংশে প্রায় ৭৫ ফুট গভীরতা থাকায় গোড়ার অংশে কয়েক বছর আগে ‘ক্যাসন প্রটেকশন’ করা হয়েছে। তবে এ প্রটেকশন আর কত বছর টিকবে তা বলা যাচ্ছে না।

হাসান মামুন/আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।