ময়মনসিংহে ডাকাতের হামলায় নিহত ২, গরু লুট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৮:০৮ এএম, ২১ আগস্ট ২০১৭

ময়মনসিংহ সদর উপজেলার গোপালপুর এলাকার ‘আকাশী অ্যাগ্রো’ নামে একটি খামারে হামলা চালিয়ে দুইজনকে খুন করে ১০টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

রোববার দিবাগত মধ্যরাতে গোপালপুর বাজার সংলগ্ন ওই খামারে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতদলের হামলায় নিহতরা হলেন, খামারের নিরাপত্তাপ্রহরী ইদ্রিস আলী ও স্থানীয় একটি চালকলের মালিক মোজাম্মেল হক। এছাড়া আহত হয়েছেন হামেদ আলী নামে একজন।

পুলশি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মধ্যরাতে গরু লুটের উদ্দেশ্যে ওই খামারে হানা দেয় একদল ডাকাত। এ সময় বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনজনের ওপর হামলা করে ডাকাতরা। এতে দুইজনের মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চলছে বলেও ওসি জানান।

আতাউল করিম খোকন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।