সিরাজগঞ্জে মাইক্রোবাস-নসিমনের মুখোমুখি সংঘর্ষ : ২ নারী নিহত


প্রকাশিত: ০৬:১২ এএম, ০৫ জুন ২০১৫

হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের হাটিকুমরুলে মাইক্রোবাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে ২ নারী নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন। নিহতরা হলেন, কামারখন্দ উপজেলার সৈয়দগাঁতী গ্রামের আ. হামিদের মেয়ে রেহানা খাতুন ইতি (২২) ও সলঙ্গা থানার বড় গোজা গ্রামের নবা ফকিরের মেয়ে চায়না খাতুন (২৬), সলংগা থানার রজব আলী (৫৫)।

আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জাগো নিউজকে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে হাটিকুমরুল চেয়ারম্যান মার্কেটের সামনে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নসিমনের ২ নারী যাত্রী নিহত ও অপর ৫ জন আহত হন। আহতদের মধ্যে রজব আলীকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ায় নেবার পথে তিনি মারা যান। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাদল ভৌমিক/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।