মোদির সফরে নৌ প্রটোকল চুক্তি হবে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে দুই দেশের মধ্যে দ্বি-পাক্ষিক সকল বিষয়ে আলোচনা হবে। এছাড়া স্থল সীমান্ত ও নৌ-প্রটোকল চুক্তি করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
শুক্রবার দুপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নৌমন্ত্রী বলেন, `নৌ-মন্ত্রালয়ের অধীনে দুটি চুক্তির কথা রয়েছে। এরমধ্যে একটি কোস্টাল শিপিং, আরেকটি হচ্ছে নৌ-প্রটোকল। এর ফলে কলকাতা থেকে আগে জাহাজ আসতো শ্রীলঙ্কা অথবা সিঙ্গাপুর হয়ে। এ চুক্তি বাস্তাবায়নের পরে জাহাজগুলো সরাসরি চট্টগ্রাম ও মংলায় আসবে। এর ফলে আগে সময় লাগতো ১৫ থেকে ২১ দিন, এখন সেখানে সময় লাগবে মাত্র ছয় দিন। এছাড়া অনেক অর্থও সাশ্রয় হবে।`
এ সময় তিনি নৌ-মন্ত্রণালয়ে জন্যে বরাদ্দকৃত বাজেটের জন্য অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম লিটন চৌধুরী, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রোকসনা ইয়াসমিন সুইটি প্রমুখ।
একেএম নাসিরুল হক/এআরএ/পিআর