কক্সবাজারে ইয়াবাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:২৬ এএম, ২৪ আগস্ট ২০১৭

কক্সবাজার সদরের ইসলামপুর বাজারে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়।

গ্রেফতাররা হলেন, সদরের পোকখালীর রমজান আলীর ছেলে মো. ইশরাফ (২৪), একই এলাকার শফি আলমের ছেলে রেজাউল করিম (২৪) ও নাপিতখালীর মনজুর আলমের ছেলে মো. শাহাবুদ্দিন (২৬)। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্প ইনচার্জ মেজর মো. রুহুল আমিন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা লেনদেনের খবর পেয়ে র‌্যাবের একটি টিম ইসলামপুর বাজার এলাকায় অভিযানে গিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে উদ্ধারকৃত ইয়াবাসহ কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানান, নাপিতখালীর চাকার দোকান এলাকার শাহজাহান নামের একজনের নিয়ন্ত্রণে ধৃতরা মাদক বিকিকিনি করতো। সরকার দলীয় সহযোগী সংগঠনের নেতা পরিচয়ে শাহজাহান মাদক ছাড়াও নানা অপরাধকর্ম চালাচ্ছেন।

সায়ীদ আলমগীর/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।