বাবা-ছেলের আত্মহননের চেষ্টা : ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:৪৭ এএম, ৩১ আগস্ট ২০১৭

পারিবারিক কলহের জের ধরে নেত্রকোনা শহরে গায়ে পেট্রোল ঢেলে শিশুপুত্রসহ বাবার আত্ম-হননের চেষ্টার পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে নয়টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া কো-অপারেটিভ ব্যাংক এলাকায় পারিবাকি কলহের জের থরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিলে মাহবুব মিয়া (২৭) ও তার ছেলে আবির (৫) দগ্ধ হয়। এসময় আগুন নেভাতে চাইলে মাহবুবের ভাই মাহফুজ ও তার মা মঞ্জুরা আক্তারও অগিদগ্ধ হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পিতা-পুত্রকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠায়। পরে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে শিশুটির মৃত্যু হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, মাহবুবুরের সঙ্গে তার স্ত্রীর কলহ চলছিল। এর জের ধরে মাহবুবের স্ত্রী তার শিশু সন্তান আবিরকে রেখে তার বাবার বাড়ি চলে যায়।

বুধবার রাতে সাড়ে নয়টার দিকে মাহবুব মা মঞ্জুরা আক্তারের কাছে চার হাজার টাকা চাইলে তার মা দুই হাজার টাকা দেয়। এসময় আরো দু’হাজার টাকা দেয়ার জন্য চাপাচাপি করে মায়ের সঙ্গে রাগ করে মাহবুব তার শিশু সন্তান আবিরকে নিয়ে শরিরে পেট্রোল ঢেলে আত্মহননের চেষ্টা করে।

নেত্রকোনার পুলিশ সুপার জয়দেব চৌধুরী জাগো নিউজকে জানান, প্রাথমিকভাবে খবর নিয়ে জানা গেছে মাহবুব অনেকটা নেশাগ্রস্ত। তবে ঘটনাটি পারিবারিক কারণেই ঘটেছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

কামাল হোসাইন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।